প্রতিদিন সকালে একই অ্যালার্মের শব্দ শুনতে কার ভালোলাগে? অনেকেই এতে বিরক্ত হন। আরও খারাপ বিষয় হলো, এটি সময়ের সঙ্গে সঙ্গে মাথাতেই বাজতে থাকে।
তবে, বর্তমান সময়ে খুব সহজেই ফোনের অ্যালার্মের শব্দ বদলে নেওয়া যায়। কীভাবে আইফোনে অ্যালার্মের শব্দ পাল্টাবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
ক্লক অ্যাপের মাধ্যমে
প্রথমে আইফোনের ক্লক অ্যাপ চালু করুন ও ‘অ্যালার্ম’ ট্যাব বেছে নিন। সেইভ করা অ্যালার্ম টোনের একটি তালিকা দেখতে পাবেন। যে অ্যালার্মের রিংটোন এডিট করতে চান সেটি বেছে নিন। আগে অ্যালার্ম সেট না করে থাকলে, ‘অ্যাড’ বাটন চেপে নতুন একটি অ্যালার্ম তৈরি করুন।
অ্যালার্ম অপশন স্ক্রিন থেকে ‘সাউন্ড’ অপশনটি বেছে নিন। অ্যালার্মের শব্দ বদলানোর সবচেয়ে সহজ উপায় হল, নিচে স্ক্রল করে ‘রিংটোনস’ বিভাগ থেকে অন্যকিছু বেছে নেওয়া। এ অপশনগুলো আইফোনের সঙ্গে প্রি-লোডেড অবস্থায় আসে। এগুলোর ওপর চেপে রিংটোনগুলো পরখ করে দেখতে পারেন।
পছন্দ অনুযায়ী একটি অ্যালার্ম খুঁজে পেলে, সেটিংস সেইভ করতে ‘ব্যাক’ বাটনে চাপুন।
অ্যালার্মে গান বাজবে?
অ্যাপলের ডিফল্ট বা প্রি লোডেড রিংটোন মন মত না হলে, আইফোন লাইব্রেরি থেকে একটি গানও বেছে নিতে পারেন। এটি করতে প্রথমে একইভাবে ক্লক অ্যাপ থেকে সাউন্ড অপশনে যান।
স্ক্রিনের শীর্ষে, ‘টোন স্টোর’-এ যাওয়ার অপশন থাকবে বা ব্যবহারকারীর কেনা রিংটোন বেছে নেওয়ার অপশন থাকবে। এর থেকে ভালো আরেকটি অপশন হল, ‘পিক এ সং’। এটি বেছে নিন এবং নিজের অ্যাপল মিউজিক লাইব্রেরি থেকে নিজের পছন্দের গান বেছে নিন। এখানে ফোনে লোড করা গান বা আইটিউনস থেকে কেনা গানও খুঁজে পাবেন।
অ্যালার্মের যে শব্দটি চান সেটি বেছে নিয়ে সেটিং সেইভ করতে ‘ব্যাক’ বাটনটি চাপুন৷