অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোম স্ক্রিন গুছিয়ে রাখার দুটি উপায়, জেনেনিন আপনিও

অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা কোম্পানি ও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ফোনের হোম স্ক্রিনে নানা রকম ফিচার ও সেটিং থাকে। অ্যান্ড্রয়েডের মূল ডিসপ্লে বা হোম স্ক্রিন গুছিয়ে রাখার বেশ কিছু উপায় রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক সহজ দুটি উপায়।

হোম স্ক্রিনে অথবা মেনুতে আলাদা আলাদা অ্যাপ না রেখে সেগুলোকে ফোল্ডার আকারে রাখতে পারেন। এর ফলে অ্যাপ ড্রয়ারে স্ক্রল না করে সহজেই নির্দিষ্ট অ্যাপ বের করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস। এটি ব্যবহারকারীর পছন্দ অনুসারে তার হোম স্ক্রিন সাজাতে সাহায্য করে। উদাহরণ হিসেবে, প্রিয় গেইমস-এর অ্যাপ ও বিভিন্ন কাজের অ্যাপ আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারবেন।

১. অ্যাপ ফোল্ডার তৈরি করতে প্রথমে হোম স্ক্রিন থেকে ওপর দিকে সোয়াইপ করে অ্যাপ স্ক্রিন চালু করুন।

২. একটি অ্যাপ আইকনের ওপর চাপ দিয়ে টেনে অন্য অ্যাপের ওপর ছেড়ে দিলে দুটি অ্যাপের একটি ফোল্ডার তৈরি হবে।

৩. নতুন ফোল্ডারের জন্য পছন্দসই নামও দিতে পারবেন, এজন্য ফোল্ডারের ওপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে।

৪. বিকল্পভাবে, অ্যাপ ড্রয়ারের একটি অ্যাপের ওপর চাপ দিয়ে ধরে রাখুন। পপ আপ স্ক্রিন থেকে ‘সিলেক্ট’ অপশন বেছে নিন।

৫. অন্য যে অ্যাপ দিয়ে ফোল্ডার করতে চান সেগুলো বেছে নিন।

৬. ওপরের ডান কোণায় ‘ক্রিয়েট ফোল্ডার’ অপশনে চাপ দিন।

৭. ফোল্ডারের একটি নাম দিন।

৮. ফোল্ডারে আরও অ্যাপ যোগ করতে “+” চিহ্নে চাপুন।

৯. ‘+’ চিহ্নের পাশের ধূসর বৃত্তে চাপ দিয়ে ফোল্ডারের রং পরিবর্তন করুন।

১০. এ পরিবর্তন সেইভ করতে ও অ্যাপ স্ক্রিনে ফিরে যেতে নেভিগেশন বারে ‘ব্যাক’ বোতামে চাপুন।

এ ছাড়া, বাড়তি কাস্টমাইজেশন যোগ করতে উইজেট ব্যবহার করুন। উইজেট হল হোম স্ক্রিন শর্টকাট, যা ব্যবহারকারীকে কোনো অ্যাপ চালু না করেই ওই অ্যাপের নির্দিষ্ট ফিচার ব্যবহার করতে দেয়। উদাহরণ হিসেবে, জিমেইলের ইনবক্স অথবা গুগল ক্যালেন্ডারের ইভেন্ট হোম স্ক্রিন থেকেই দেখতে পারবেন।

১. এটি চালু করতে হোম স্ক্রিনের খালি জায়গায় চেপে ধরে রাখুন।

২. পপ-আপ স্ক্রিন থেকে উইজেট অপশনে চাপ দিন।

৩. একটি অ্যাপ বেছে নিন।

৪. ওই অ্যাপের যে কোনো উইজেটস-এর ওপরে চাপুন।

৫. হোম স্ক্রিনে যোগ করতে ‘অ্যাড’ অপশনে চাপুন।

৬. উইজেট রিসাইজ করার অপশন থাকলে, এর পাশের ছোট বৃত্তগুলো ব্যবহার করে সেটি ছোট বড় করতে পারবেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy