২০২৪ সালেই সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট্যাক্সি বাজারে আনতে যাচ্ছে বহুল আলোচিত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা। চালানোর জন্য এ রোবট্যাক্সিতে থাকবে কোনো স্টিয়ারিং চাকা। এটি হবে আক্ষরিক অর্থেই স্বয়ংক্রিয়। ফলে চাইলেই কোনো মানবচালক টেসলার এ গাড়ি চালানো কিংবা নিয়ন্ত্রণ নিতে পারবে না।
সম্প্রতি সাইবার রোডিও নামের এক অনুষ্ঠানে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, রোবট্যাক্সিতে কোনো স্টিয়ারিং চাকা কিংবা প্যাডেল থাকছে না। এটি হবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত। এ সময় মাস্ক বলেন, এটি সত্যিকারে অসাধারণ একটি উদ্ভাবন হতে যাচ্ছে, চালকবিহীন গাড়ি হিসেবে মানুষ যেমন স্বপ্ন দেখে, এটি হবে তেমনি। তবে চালকবিহীন হলেও এটি হবে সাশ্রয়ী বাহন। রোবট্যাক্সি স্বয়ংক্রিয় হলেও এতে আরোহণের খরচ বাসে চড়ার চেয়ে বেশি হবে না।
টেসলার এ বিশেষায়িত গাড়ি আগামী বছরের যে কোনো সময় উন্মোচন করা হবে। তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২৪ সালে। মূলত ২০১৯ সাল থেকে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে কাজ করে যাচ্ছে টেসলা। বিভিন্ন অনুষ্ঠানে ইলন মাস্ক তার স্বপ্নের স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের কথা অকপটে বলেছেন। এবার সেই গাড়িরই বাস্তব রূপায়ণ হতে যাচ্ছে রোবট্যাক্সি। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামাতে এখনও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রোবট্যাক্সি নিয়ে মাস্ককে সফল হতে হলে এসব বাধা অতিক্রম করতে হবে।