২০২৪ সালেও থাকবে চিপ সংকট, জানিয়ে দিলেন ইনটেল প্রধান

ইনটেল প্রধান প্যাট গেলসিঙ্গার বলেছেন, চিপ সংকট ২০২৩ সাল পর্যন্ত থাকবে এমন ভবিষ্যদ্বাণী করার ছয় মাসের মাথায় সঙ্কট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। মার্কিন বার্তাসংস্থা সিএনবিসিকে তিনি এ কথা জানিয়েছেন।

গেলসিঙ্গার বলেছেন, আমরা ধরে নিয়েছি সেমিকন্ডাক্টর ঘাটতি ২০২৪ সালেও থাকবে। ২০২৩ সাল পর্যন্ত থাকবে বলে আগেই ধারণা করেছিলাম আমরা। ঘাটতির প্রভাব এখন যন্ত্রাংশের ওপর পড়ছে এবং কিছু কারখানা চ্যালেঞ্জের মুখে পড়বে।

তবে, চিপ সংকটের বিষয়টি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সকল ধরনের চিপের ওপর সমান প্রভাব পড়ছে– এমনটাও নয়। নির্দিষ্ট কিছু শিল্প ও যন্ত্রাংশ উৎপাদন খাতে এই ঘাটতির প্রভাব বেশি।

অন্যদের তুলনায় ইনটেলের নিজস্ব চিপ উৎপাদন ও সরবরাহ তুলনামূলক ভালো করছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন উপস্থাপনের সময় গেলসিঙ্গার বলেন, অনেক বছরের মধ্যে প্রথমবারের মতো ক্রেতাদের চাহিদার কাছাকাছি যেতে পারছে ইনটেল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy