যে কারণে আয় কমেছে ফেসবুকের মূল কোম্পানি মেটার, দেখেনিন বিস্তারিত

ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় ও লাভ কমেছে। বিজ্ঞাপন কমায় পরপর দুই প্রান্তিকে মার্ক জাকারবার্গের কোম্পানির এমন পরিসংখ্যান সামনে এল। সম্প্রতি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের সঙ্গে ফেসবুকের প্রতিযোগিতা বেড়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেটার আয়ের বড় পতনে মেটাভার্সে বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কোম্পানিটির আয়ের প্রধান উৎসেই ঘাটতি দেখা দিয়েছে।

তাছাড়া মেটার আয়ের পতনের খবরের পর লেনদেনের শুরুতেই কোম্পানির শেয়ার ১৯ শতাংশ কমেছে। যদি বৃহস্পতিবারের নিয়মিত ট্রেডিংয়ে এই হারে শেয়ার বিক্রি হয়, তাহলে তা হবে ২০১৬ সালের পর সর্বনিম্ন।

চলতি সপ্তাহে গুগল ও মাইক্রোসফ্টও দুর্বল আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ক্যালিফোর্নিয়ার কোম্পানি দ্য মেলন পার্ক চার দশমিক চার বিলিয়ন ডলার আয়ের কথা জানিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ শতাংশ কম। কারণ সেময় কোম্পানিটি আয় করে ৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

এদিকে বিপুল অঙ্কের অর্থ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনো ধরে রেখেছেন স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মাত্র এক বছরেরও কম সময়ে তিনি হারিয়েছেন ১১০ বিলিয় ডলারের বেশি। টেসলার শেয়ারের দাম কমায় মূলত তাকে এই অর্থ হারাতে হয়েছে।

গত বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় ৩২০ বিলিয়ন ডলারে। তবে চলতি সপ্তাহে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ২০৯ বিলিয়ন ডলারে। টেসলার শেয়ারের উঠানামা করায় এ পরিসংখ্যান সামনে এসেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy