এবার ভারতের বাজারে Noise স্মার্টওয়াচ সিরিজের একটি নতুন মডেল লঞ্চ হলো। নাম-Noise ColorFit Pulse 2। পাশাপাশি ঘড়িগুলিতে মাল্টিপল সেন্সর অভায়লাবলে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পকে—
স্মার্টওয়াচ নাম : Noise ColorFit Pulse 2
ডিসপ্লে : এতে 1.4-inches কালার ডিসপ্লের সাথে স্ক্রিন Resolution (240×240) পিক্সেলস। বডি স্ট্র্যাপ মেটেরিয়াল Silicon, শাপে সারফেস Rectangular, Flat হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি : Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচে 210mAh ব্যাটারি, যা একবার চার্জে 10 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
অন্যান্য: Noise ColorFit Pulse 2 স্মার্টওয়াচে GPS টেকনোলজি সাপোর্ট করবে।সাথে কমপ্যাটিবল ওসি Android,iOS, আবার ব্লুএটুথ ভার্সিন v5.0 সহ ওয়াটার রেসিস্টেন্ট থাকবে।
বাজার মূল্য: ভারতীয় মূল্যে প্রায় 3,999 টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে।rs