বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগ, শাওমির ৫৫৫১ কোটি টাকার সম্পদ আটক

বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে চীনের স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি শাওমির পাঁচ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) আজ শনিবার শাওমির বিরুদ্ধে অবৈধ রেমিট্যান্স কাণ্ডে জড়িতের অভিযোগে এই সাড়ে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে, এ বছরের ফেব্রুয়ারিতে অবৈধ রেমিট্যান্স পাঠানোর ঘটনা ঘটে।

২০১৪ সালে ভারতে কার্যক্রম শুরু করে শাওমি। পরের বছর ২০১৫ সাল থেকেই চীনে অর্থ পাঠাতে শুরু করে কোম্পানিটি। তিনটি প্রতিষ্ঠানের নামে এ পর্যন্ত কোম্পানিটি পাঁচ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা চীনের মূল শাওমি গ্রুপের অ্যাকাউন্টে পাঠিয়েছে।

চীনের শাওমি গ্রুপের অলাভজনক কোম্পানি হিসেবে ভারতে কার্যক্রম পরিচালনা করে শাওমি ইন্ডিয়া। ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন ১৯৯৯ অনুসারে শাওমি ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ এই অর্থ জব্দ করা হলো।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy