বিশ্বে প্রথম ‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার টেকনোলজি’ নিয়ে আসছে ইনফিনিক্স

বিশ্বে প্রথম ‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার টেকনোলজি’ নিয়ে আসার ঘোষণা দিতে পেরে গর্বিত প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। এ প্রযুক্তির ফলে স্মার্টফোনের ব্যাক কভার আল্ট্রা -ভায়োলেট (ইউভি) আলোর সংস্পর্শে এলে পেছনের অংশে ব্যবহারকারীরা তাদের ‘স্টাইল ও মুড’ অনুযায়ী অভিনব ও আকর্ষণীয় রঙ পেতে পারবেন।

এ উদ্ভাবন ইনফিনিক্সের প্রযুক্তিগত উৎকর্ষতায় যুগান্তকারী অর্জন। এটি স্মার্টফোনের লেদার ব্যাক কভারে ভিন্নমাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। এ বিশেষ ফিচারটি মিলবে ইনফিনিক্সের ভবিষ্যৎ স্মার্টফোন ডিভাইসগুলোতে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডাইরেক্টর ম্যানফ্রেড হং বলেন, অভিনব ম্যাটেরিয়ালস ও নতুন সব রঙ ব্যবহারের মাধ্যমে ইনফিনিক্স গ্রাহকদের আধুনিক স্মার্টফোন ব্যবহারের নান্দনিক অভিজ্ঞতা এনে দিতে চায়। ‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার টেকনোলজি’র মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ব্যাক কভারে পছন্দ মতো রঙ পরিবর্তনের তৃপ্তিদায়ক অভিজ্ঞতার পাশাপাশি আলো-ছায়ার (শেডিং লাইট) বিশেষ কাস্টম প্যাটার্নও তৈরি করতে পারবেন। আমাদের স্মার্টফোনের সঙ্গে গ্রাহকদের সম্পর্ক তৈরি ও তাদের নিজেদের প্রকাশের ক্ষেত্রে এটি একটি স্বকীয় ও অভিনব উপায়।

নেক্সট-লেভেল স্মার্টফোন টেকনোলজি

‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার টেকনোলজি’ একটি প্রতিবর্তনযোগ্য রঙ পরিবতর্ন প্রযুক্তি, আল্ট্রা-ভায়োলেট (ইউভি) আলোর সান্নিধ্যে এলে এমনটি ঘটে। সমন্বিত ফটোক্রোমিক পলিমারের মাধ্যমে রঙ পরিবর্তনের এ প্রযুক্তির দেখা মিলবে ইনফিনিক্সের ব্যাক কভারের লেদারে। ইউভি আলোর সংস্পর্শে সেখানে আণবিক ঘটনে পরিবর্তন আসে। আবার স্মার্টফোনটি সরাসরি আলো থেকে দূরে সরিয়ে আনলে বা ঘরে নিয়ে এলে ডিভাইসটি তার প্রাথমিক রঙ ফিরে পায়।

এ প্যাসিভ কালার-চেঞ্জিং টেকনোলজি স্মার্টফোন থেকে বাড়তি কোনো চার্জ ব্যয় করে না। এটি প্রচলিত ও সাধারণ লেদার ব্যাক-কভারের একঘেয়েমি, সীমাবদ্ধতা দূর করে ও স্মার্টফোনে দুই কিংবা তার চেয়ে বেশি রঙ পরিবর্তনের ফিচারসহ নতুনত্ব নিয়ে আসে।

স্মার্টফোনে লাইট পেইন্ট

‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার’ স্মার্টফোনের নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিত্ব প্রকাশেও সাহায্য করে। ‘লাইট টু পেইন্ট’র সৃজনশীল এ ফিচার ব্যবহার করে ডিভাইসটি কাস্টমাইজ করার অফুরন্ত সুযোগ থাকবে গ্রাহকদের ও ব্যাক কভারে ব্যবহার করা যাবে বিভিন্ন প্যাটার্নও।

স্থায়িত্ব নিশ্চয়তায় এ প্রযুক্তি (বিল্ট টু লাস্ট)

গ্রাহকদের লাইফস্টাইল, পছন্দনীয় বিষয় ও তাদের চাহিদাকে অনুধাবন করতে পেরে এবং সেসব পূরণে ইনফিনিক্সের প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিটি নিয়ে এসেছে এ ‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার টেকনোলজি’।

এ প্রযুক্তি উন্নয়ন প্রক্রিয়া ছয় মাস ধরে পরিচালিত হয়েছে। ইঞ্জিনিয়াররা তাদের কাঙিক্ষত ফলাফল পাবার জন্য লেদারটি শতশত বার পরীক্ষা করেন। ইনফিনিক্স মান নিয়ন্ত্রণের মাধ্যমে আরও নিশ্চিত হতে চেয়েছে, যাতে স্মার্টফোনটি দীর্ঘদিন ব্যবহারের পরও লেদারের রঙ উজ্জ্বল থাকে ও লেদারের আকৃতির বিকৃতি না হয়। এছাড়া ব্যাক কভারটি পাতলা ও মসৃণ হওয়ায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ফোনটি ধরতে পারবেন। এটি হাত থেকে পড়ে গেলে কিংবা আঘাত পেলেও পাবে পর্যাপ্ত নিরাপত্তা।

এ ‘ফিউচার লাইট-পেইন্টিং লেদার’ ফিচারটি ইনফিনিক্সের ভবিষ্যৎ ডিভাইসগুলোতে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy