বন্ধ হতে চলেছে মেটার জনপ্রিয় অ্যাপ, বিস্তারিত জেনেনিন

টেক দুনিয়ায় মেটার বিচরণ সর্বত্র। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সামাজিক যোগাযোগের অসংখ্য অ্যাপ আছে এর। পাশাপাশি ডিজিটাল ওয়ালেটও আছে মেটার। এবার তেমনই একটি নোভি (Novi) বন্ধ করে দিতে চলছে মেটা।

নোভি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। চলতি বছরের শেষের দিকে ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। ফলে আর কোনো ব্যবহারকারী ওই ওয়ালেটে টাকা জমা করা বা ওই ওয়ালেটের মাধ্যমে ট্রানজেকশন করতে পারবেন না।

এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্লুবার্গ। সেখানে বলা হয়েছে, ২০২২ সালের ১ সেপ্টম্বর ডিজিটাল ওয়ালেট নোভি বন্ধ করে দেবে মেটা। চলতি মাসের ২০ তারিখের পর থেকে আর কোনো ব্যবহারকারী নোভি ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন না।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই ওয়ালেট ব্যবহার করছেন তারা যেন যত দ্রুত সম্ভব টাকা তুলে নেয়। কারণ নির্দিষ্ট দিনের পর ওয়ালেটে থাকা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, নোভি বন্ধ করতে দেওয়ার অর্থ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে মেটার যে পরিকল্পনা ছিল তা বন্ধ করা হচ্ছে। গত বছরের অক্টোবরে এই পরিষেবা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy