এক ইঞ্চির ক্যামেরা সেন্সর নিয়ে শিগগিরই বাজারে আসছে শাওমি ১২এস আল্ট্রা। বিশ্বের বৃহত্তম ও ফোন ক্যামেরা সেন্সর তৈরিতে যৌথভাবে ১ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছে সনি ও শাওমি। বিভিন্ন টিজারে স্মার্টফোন জায়ান্টটি জানিয়েছে, ৪ জুলাই চীনের বাজারে উন্মোচন হবে শাওমি ১২এস আল্ট্রা।
উন্নততর ইমেজ সেন্সর আনতে গত মে মাসে জার্মান ক্যামেরা কোম্পানি লেইকার সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছিল শাওমি। এ অংশীদারত্বের অংশ হিসেবে শাওমি ১২এস আল্ট্রা বাজারে আসতে যাচ্ছে।
চীনভিত্তিক সোশ্যাল সাইট উইবোতে শেয়ার করা এক পোস্টে শাওমি জানায়, তাদের আসন্ন ফোনটিতে সনি আইএমএক্স৯৮৯ সেন্সর ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত যা স্মার্টফোনের বৃহত্তম ইমেজ সেন্সর।
তবে সেন্সরটির রেজল্যুশন নিয়ে কোনো তথ্য শেয়ার করেনি কোনো পক্ষ। ধারণা করা হচ্ছে, সেন্সরটি ২০০ মেগাপিক্সেল বা এর কম উচ্চ রেজল্যুশনের হতে পারে। শাওমির দাবি, নতুন সেন্সরটির লাইট-ক্যাপচারিং সক্ষমতা আইফোন ১৩ প্রো ম্যাক্সের চেয়ে ৭৬ শতাংশ বেশি।
স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হচ্ছে, শাওমি ১২এস আল্ট্রা ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ১ চিপ ব্যবহার করা হয়েছে, যা আগের সিরিজে ব্যবহার করা স্ন্যাপড্রাগন এইট জেন ১-এর চেয়ে শক্তিশালী। বলা হচ্ছে, এ ফোনে চারটি ক্যামেরা থাকতে পারে। ৪ হাজার ৮০০ এমএএইচের ব্যাটারি চার্জের জন্য থাকছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা। স্ল্যাশগিয়ার