ফায়ার ট্যাবলেট সিরিজের দাম কমিয়েছে অ্যামাজন, অবশ্যই জেনেনিন

বাজারে অ্যামাজনের ফায়ার ট্যাবলেট সিরিজের দাম লক্ষণীয়ভাবে কমেছে। অ্যামাজনের ই-কমার্স সাইটে মাত্র ৫০ ডলারে পাওয়া যাচ্ছে ফায়ার এইচডি ৮। এছাড়া ফায়ার এইচডি ৮ প্লাস পাওয়া যাচ্ছে ৬০ ডলারে। স্বাভাবিক দামের চেয়ে ৪৫ শতাংশ কমে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ট্যাবটি। খবর এনগ্যাজেট।

দামে সাশ্রয়ী হলেও ট্যাবলেট পিসির বেশির ভাগ সুবিধাই পাওয়া যাচ্ছে অ্যামাজনের ট্যাবগুলোয়। ফায়ার এইচডি ৮-এ রয়েছে আলেক্সা ও ইউএসবি-সি পোর্ট সাপোর্ট। মজবুত গঠনের ট্যাবটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। এছাড়া মাইক্রোএসডি স্লটও ব্যবহার করা যাবে। ২ জিবি র‌্যাম ও কোয়াড-কোর প্রসেসর রয়েছে অ্যামাজনের ট্যাবটিতে। রয়েছে ৪ হাজার ৮৫০ এমএএইচের ব্যাটারি। ৪৪ শতাংশ কম দামে মাত্র ৫০ ডলারে মিলছে আকর্ষণীয় ট্যাবটি। তবে অ্যামাজনের ডিভাইস ব্যবহারের প্রধান একটি অসুবিধা হলো গুগল অ্যাপ ব্যবহার করতে না পারা।

র‌্যাম ছাড়া ফায়ার এইচডি ৮ প্লাসেও রয়েছে ফায়ার এইচডি ৮-এর সব ফিচার। ফায়ার এইচডি ৮ প্লাসের র‌্যাম ৩ জিবি। এছাড়া ওয়্যারলেস চার্জিংসহ রয়েছে ৯ ওয়াটের ফাস্ট চার্জার। নির্ধারিত দামের চেয়ে ৫০ ডলার কমে মাত্র ৬০ ডলারে পাওয়া যাচ্ছে অ্যামাজনের আকর্ষণীয় ট্যাবটি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy