পেনড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ রাখবেন যেভাবে, শিখেনিন পদ্ধতি

হোয়াটসঅ্যাপে এতদিন চ্যাট ব্যাকআপ রাখার সুযোগ ছিল না ব্যবহারকারীদের। এতে নানান ঝামেলায় পড়তে হত। কয়েকমাস আগের চ্যাটই আর খুঁজে পাওয়া যেত না। এজন্য হোয়াটসআপ কিছুদিন আগেই পুরোনো চ্যাট সংরক্ষণের ফিচার এনেছে।

এই ফিচারের মাধ্যমে অনেকদিন আগের ডিসঅ্যাপেয়ার মেসেজও পড়তে পারবেন ব্যবহারকারী। তবে এবার আরও সুবিধা নিয়ে এলো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ রাখা যাবে পেনড্রাইভে। এছাড়াও চাইলে ল্যাপটপ বা ডেস্কটপেও ফোল্ডার করে রাখতে পারবেন প্রয়োজনীয় চ্যাট।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবেটাইনফোর রিপোর্টে নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণ ২.২২.২০.১০-এ পাওয়া যাবে। যা গুগল প্লে স্টোরে পাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিতে চাইলে গুগল ড্রাইভ থেকে নিতে হবে। সেই ক্ষেত্রে পেনড্রাইভে , ল্যাপটপ বা কম্পিউটারে ট্রান্সফার করে সংরক্ষণ করা যাবে ব্যাকআপ। এই ব্যাকআপে, আপনি ফটো, ভিডিও বা অন্য কোনো ফাইলের সঙ্গে বার্তার ব্যাকআপও নিতে পারেন। তবে অবশ্যই ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy