নতুন ম্যাপ ফিচার চালু ইনস্টাগ্রামের, জেনেনিন একনজরে

ব্যবহারকারীদের জন্য নতুন ম্যাপ সুবিধা নিয়ে এসেছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এতে ব্যবহারকারীরা তাদের আশপাশে থাকা ট্যাগ করা জনপ্রিয় সব জায়গা সম্পর্কে জানতে পারবে। খবর গ্যাজেটসনাউ।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা রেস্টুরেন্ট, ক্যাফে ও বিউটি স্যালুনসহ বিভিন্ন জায়গা ম্যাপে ফিল্টার করতে পারবে। এক বছর আগে জাপানে এ ম্যাপ চালু করা হয়। অন্যদিকে ২০ জুলাই থেকে বিশ্বের ব্যবহারকারীদের জন্য ফিচারটি। ইনস্টাগ্রামে প্রবেশের পর ব্যবহারকারীরা নতুন কিছু সন্ধান করে। অনেক সময় তারা এ প্লাটফর্মে আসেই নতুন কোনো জায়গা খুঁজে বের করার এবং তাদের আশপাশের কোনো ব্যবসা সম্পর্কে জানার জন্য। ব্যবসা ক্ষেত্রে এ ম্যাপ সংযোগ পয়েন্ট হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে, যা থেকে ওই এলাকায় ব্যবসার প্রভাব ও বিক্রি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

ম্যাপ ফিচারটি ব্যবহারকারীকে নতুন নতুন জনপ্রিয় জায়গাগুলো আবিষ্কার করতে সাহায্য করবে। তারা ট্যাগড পোস্ট, স্টোরি ও আইজি কমিউনিটির শেয়ার করা গাইড থেকেও আশপাশে কী ঘটছে সে ব্যাপারে জানতে পারবে। আবার কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ সার্চ করলে ব্যবহারকারীরা সে সম্পর্কিত জায়গাগুলো ম্যাপে খুঁজে পাবে।

ব্যবহারকারীরা তাদের ফিডে থাকা ট্যাগ এবং স্টোরিজ কনটেন্ট ট্যাপ করেই নতুন নতুন জায়গা আবিষ্কার করতে পারবেন।

এরও বাইরে তারা আশপাশে থাকা কোনো শহরের বা কোনো জায়গার নামও খুঁজে পাবে, যেগুলো উন্মোচন করা যায়। স্থানীয় কিছু হ্যাশট্যাগের জন্য হ্যাশট্যাগ সার্চও সহজলভ্য থাকছে। এমনকি আগে লোকেশন স্টিকার দেয়া স্টোরিও এখন ম্যাপের মাধ্যমে স্টোরি আর্কাইভে দেখা যাবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy