পরবর্তী প্রজন্মের গ্রাফিকস কার্ডের জন্য দ্রুতগতির জিডিডিআরসিক্স মেমোরি চিপ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। এটি তৈরিতে প্রযুক্তি জায়ান্টটি এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ফটোলিথোগ্রাফি প্রক্রিয়া (ইইউভি) ব্যবহার করেছে। খবর দ্য কোরিয়াহেরাল্ড।
তৃতীয় প্রজন্মের সর্বাধুনিক ১০ ন্যানোমিটার ক্লাসের জিডিডিআরসিক্স ডির্যামটি আগের ভার্সনগুলোর তুলনায় ৩০ শতাংশ বেশি দ্রুত কাজ সম্পাদনে সক্ষম বলে জানা গেছে। ডির্যামের পিনগুলো প্রতি সেকেন্ডে ২৪ গিগাবিটস গতিতে ডাটা আদান প্রদান করা সম্ভব। এর আগের ভার্সনগুলোর পিন প্রতি সেকেন্ডে ১৮ গিগাবিট গতিতে তথ্য আদান প্রদান করতে পারত। ২০১৮ সাল থেকে ওই ডির্যাম চিপগুলোর ব্যাপক উৎপাদন হয়েছে।
স্যামসাংয়ের তথ্যানুযায়ী, নতুন মেমোরি চিপটি প্রতি সেকেন্ডে ১ দশমিক ১ টেরাবাইট গতিতে ডাউনলোডে সক্ষম। এর মাধ্যমে এক সেকেন্ডে ফুল এইচডি রেজল্যুশনের ২৭৫টি মুভি ডাউনলোড করা যাবে। তবে যখন চিপটি প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাফিকস কার্ডের সঙ্গে যুক্ত থাকবে, তখন এটি সম্ভব হবে।
স্যামসাং জানায়, তাদের নতুন মেমোরি চিপটি হাই কে মেটাল গেট প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। পাশাপাশি এটি জেইডিইসি স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়েছে। যে কারণে বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের গ্রাফিকস প্রসেসিং ইউনিটে এটি ব্যবহার করা যাবে।
নতুন গ্রাফিক ডির্যামটি শুধু ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ বা গেমিং কনসোলে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। এটি সুপারকম্পিউটার, স্বয়ংক্রিয় ও বৈদ্যুতিক গাড়িতেও ব্যবহার করা যাবে।