সেলফোনে টিমস ব্যবহারকারীদের সহজে অন্য ভাষা শেখার সুবিধা দিতে নতুন ফিচার নিয়ে কাজ করছে মাইক্রোসফট। এটি ইন্টেলিজেন্ট ট্রান্সলেশন ফিচার নামে পরিচিত। ফলে মাইক্রোসফট টিমসে অন্য ভাষায় কোনো মেসেজ এলে সহজেই সেটির অর্থ জানা যাবে। খবর টেকরাডার।
শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। ফিচারটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো বিদেশী ভাষার মেসেজ সহজে অনুবাদ করে নিতে পারবে। এক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়তে হবে না।
মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ এন্ট্রিতে ফিচারটি সম্পর্কে প্রকাশিত এক নোটে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, নতুন টুলটি ব্যবহারকারীরা অপরিচিত ভাষার মেসেজ অনুবাদ করে নেয়ার জন্য অবগত করবে। তবে নতুন ফিচারে কোন কোন ভাষা যুক্ত করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। তবে প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, এতে একাধিক ভাষা যুক্ত করা হয়েছে। মাইক্রোসফট জানায়, আগস্টে ফিচারটি উন্মুক্ত করা হবে। সে হিসাবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় রয়েছে।
বিশ্বজুড়ে অবস্থানরত ব্যবহারকারীদের সহায়তার অংশ হিসেবে মাইক্রোসফট টিমস নতুন ট্রান্সলেশন টুলটি চালুর উদ্যোগ নিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ২০২১ সালের মে মাসে মোবাইলে টিমস ব্যবহারকারীদের জন্য রিয়েল টাইম ইনলাইন ট্রান্সলেশন ফিচার চালুর পরিকল্পনা কথা জানিয়েছিল। মূলত ব্যবহারকারীদের মধ্যকার যোগাযোগকে আরো উন্নত করতেই এ প্রচেষ্টা।