প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা। সারাদিনের ধকলের পরে একটু এসি-তে না জিরিয়ে নিলে কী চলে! কিন্তু সে এসি কিনতে গিয়েও ছ্যাঁকা খাওয়ার উপক্রম। তাহলে উপায়? বাজারে এমন কুলারও রয়েছে, যা এক্কেবারে এসি-র মতো দেখতে, কাজও করে এসি-র মতো আবার তার দামও খুব কম। শুধু তাই নয়। সেই কুলার আবার আপনি দেওয়ালেই ফিট করতে পারেন ঠিক স্প্লিট এসি-র মতো। এমনই একটি ওয়াল মাউন্টেড এয়ার কুলার (Wall Mounted Air Cooler) রয়েছে সিম্ফনি নামক একটি সংস্থার কাছে। সেই সিম্ফনি এয়ার কুলারের (Symphony Cloud Personal Cooler) দাম মাত্র ১৫,০০০ টাকারও কম।
চলুন তাহলে এই কুলার সম্পকে যাবতীয় জরুরি তথ্য একনজরে দেখে নেওয়া যাক-
- এই কুলারের সঙ্গে দেওয়া হয় ইন্টেলিজেন্ট রিমোট, যাতে রয়েছে ১০ ঘণ্টা টাইমার অপশন। ইলেকট্রনিক হিউমিডিটি কন্ট্রোল, এম্পটি ওয়াটার-ট্যাঙ্ক অ্যালার্ম-সহ অটো ক্লিন ফাংশনের মতো একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে সেই সিম্ফনি ওয়াল মাউন্টেড এয়ার কুলারে।
- এই সিম্ফনি এয়ার কুলারে আই-পিওর টেকনোলজি দেওয়া হয়েছে, যাতে রয়েছে এয়ার পিউরিফিকেশনের মতো দুর্ধর্ষ ফিচার্স। ডাস্ট ফিল্টার, অ্যলার্জি ফিল্টার এবং ব্যাকটেরিয়া ফিল্টারও রয়েছে।
- অনেকেই মনে করে যে, কুলার মানেই বেশি ইলেকট্রিক বিল আসবে। তবে সিম্ফনির এই ওয়াল মাউন্টেড কুলারের ক্ষেত্রে এমনটা হবে না। কারণ, এটি একটি লো পাওয়ার কনজ়াম্পশন কুলার যা ২৫৫ ওয়াটের কাছাকাছি বা তার থেকেও কম বিদ্যুৎ খরচ করে। এই একই পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, যখন আপনি একটা ফ্যান চালান। আর সেই একই বিদ্যুৎ খরচে আপনি এবার একটা এয়ার কুলারও চালিয়ে নিতে পারবেন।
- এই এয়ার কুলারে রয়েছে একটি ১৫ লিটারের ট্যাঙ্ক যা মুহূর্তেই যে কোনও ঘর ঠান্ডা করবে। তবে এই এয়ার কুলারে আপনি ঠিকঠাক ঠান্ডা পেতে ক্রস ভেন্টিলেশনের জন্য সবসময় ঘরের দরজা বা জানলা খোলা রাখুন।
- এই কুলারের ফ্যানের সঙ্গে ৪ স্পিড কুলিং অপশন পাওয়া যায়। এছাড়াও কুলারটি ইনভার্টার পাওয়ারেও কাজ করতে সক্ষম।
সিম্ফনি ক্লাউড পার্সোনাল কুলারটির দাম অ্যামাজনে মাত্র ১৪,৭০০ টাকা। তবে আপনি যদি সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই কুলার ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন ১,৫০০ টাকা ছাড়।