টুইটার কিনতে পকেট ‘গড়ের মাঠ’, ব্যাঙ্ক ঋণ মেটাতে টুইটারে ছাঁটাইয়ের ইঙ্গিত মাস্কের

ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়ে টুইটারের মালিকানা হতে আমেরিকার ধনকুবের ইলন মাস্ক খরচ করেছেন ৪, ৪০০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি টাকা)।

এতো টাকা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের ও কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আমেরিকার ধনকুবের জানিয়েছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে।

টুইটার কিনতে ২,৫৫০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ ৭২ হাজার ১৭৭ কোটি টাকা) ঋণ নিয়েছেন তিনি।ওই সূত্র জানাচ্ছে, উপার্জন বৃদ্ধি করার জন্য টুইটারকে তিনি নতুন ব্যবসা রূপান্তর করতে চেয়েছেন। ইতিমধ্যেই ‘টুইটার ব্লু’ নামক একটি প্রিমিয়াম পরিষেবা চালু রয়েছে টুইটারে।

তিনি টুইটারের এই পরিষেবাটি অনেক বড় করতে চায়। তবে মাস্ক টুইটারকে বিজ্ঞাপন নির্ভর করতে চান না।

গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। ১৪ এপ্রিল ঋণদাতা সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বৈঠকে ঋণ শোধের সম্ভাব্য দিশানির্দেশ দেন তিনি। সেখানেই ছাঁটাই এবং বেতন কমানোর ইঙ্গিত দেওয়া হয়।

প্রসঙ্গত, মোট ২,৫৫০ কোটি ডলার ঋণের মধ্যে মাস্ক ১,৩০০ কোটি নিয়েছেন টুইটারের মালিকানা দেখিয়ে। বাকি ১,২৫০ কোটি ডলার ঋণ নিয়েছেন টেসলাতে নিজের অংশীদারিত্ব দেখিয়ে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy