টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে কেনার চেষ্টা সফল হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। টেডটক ২০২২ কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। সেখানে টুইটার, টেসলা ও ভবিষ্যত প্রযুক্তি সম্পর্কে কথা বলেন।
এতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা আগে নিজেই টুইট করে জানান, টুইটারের পুরো মালিকানা ৪৩.৪ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
প্রতিটি শেয়ার কিনবেন ৫৪.২০ ডলারে। এই প্রস্তাব প্রত্যাখ্যাত হতে পারে এমন আশংকা থেকে ‘প্ল্যান বি’ও ভেবে রেখেছেন তিনি। তবে এ ব্যাপারে আর কোনো তথ্য দেননি তিনি।
ইলন মাস্কের প্রস্তাবের পরিণতি কী হবে তা সময়ই বলে দেবে। তবে এই প্রস্তাবের কারণে টুইটারে কোনো জিম্মি দশা চলছে না বলে কর্মীদের আশ্বস্ত করেছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। তিনি কর্মীদের জানান, ইলন মাস্কের প্রস্তাবটি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।
৪ এপ্রিল টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এতে টুইটারের সবচেয়ে বড় অংশের শেয়ারের মালিক হন তিনি। তবে সম্প্রতি এই শীর্ষস্থান হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ভ্যান গ্রুপের কাছে। ৮ এপ্রিল এক আর্থিক বিবরণী প্রকাশ করে ভ্যানগার্ড গ্রুপ জানায়, তাদের মালিকানায় আছে টুইটারের ১০.৩ শতাংশ শেয়ার।
৪ এপ্রিল টুইটারের শেয়ার কেনার পর ইলন মাস্ককে পরিচালনা পর্ষদের সদস্য করে নিতে চেয়েছিল টুইটার। তবে মাস্ক এই প্রস্তাবে রাজি হননি। কেননা পরিচালনা পর্ষদের সদস্য হলে তিনি পুরো টুইটার কেনার প্রস্তাব দেওয়ার সুযোগ হারাতেন। এর পর পরই গত বুধবার তিনি টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে ১০০ শতাংশ মালিকানা কেনার প্রস্তাব পাঠান। এ বিষয়ে চিঠিতে মাস্ক বলেন, ‘টুইটারে যা যা পরিবর্তন দরকার তা করতে হলে কম্পানিটিকে ব্যক্তিগত মালিকানাধীন করতে হবে। টুইটারে বিনিয়োগ করেছি কারণ আমার বিশ্বাস, টুইটার সারা বিশ্বের কাছে স্বাধীনভাবে মত প্রকাশের প্ল্যাটফর্ম হয়ে উঠবে। গণতন্ত্র কার্যকর রাখতে মত প্রকাশের স্বাধীনতা সামাজিকভাবে অপরিহার্য। টুইটারের সম্ভাবনা অপরিসীম আর এ সম্ভাবনা কাজে লাগাতে চাই। যদি প্রস্তাবটি প্রত্যাখান করা হয় তবে শেয়ার হোল্ডার হিসেবে আমি আমার অবস্থান পুনরায় বিবেচনা করবো। ’
সূত্র : বিবিসি