স্মার্টফোনের দুনিয়ায় আইফোন অন্যতম আকর্ষণের নাম। এরইমধ্যে পরবর্তী আইফোনের আনার প্রস্ততি নিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে নতুন ডিভাইসটি হতে যা্চ্ছে আইফোন ১৪।
আইফোন নিয়ে প্রতিবারই আকাশস্পর্শী আগ্রহ থাকে ক্রেতাদের। পূর্ব ডিভাইসের তুলনায় নতুন ফোনটি কেমন হবে, কী কী পরিবর্তন থাকবে সেটাই হয়ে ওঠে আলোচনার বিষয়। সুতরাং চলুন দেখে নেয়া যাক ফোর্বসের তথ্যানুযায়ী কি কি পরিবর্তন থাকবে আইফোন ১৪ তে।
ডিজাইন পরিবর্তন
গত বছর রিলিজ করেছে আইফোন ১৩, আশা ছিল এতে একেবারে নতুন ধরনের ডিজাইন রাখবে অ্যাপল। কিন্তু সে আশা পূর্ণ হয়নি। তবে আইফোন ১৪ সিরিজের সেই আশা খানিকটা পূরণ করতেও পারে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে যে, ওয়াইড নচ (wide notch)-এর পরিবর্তে পিল হোল (pill hole) ডিজাইন আসতে চলেছে। ফলে ফ্রন্ট ক্যামেরায় যুক্ত করা হতে পারে ফেস আইডি সেন্সর। অ্যাপল তার প্রো মডেলগুলোর জন্য নতুন স্ক্রিন ডিজাইন আনতে পারে।
নতুন ম্যাক্স
আইফোন ১৪ সিরিজে একটি নতুন সংযোজন হতে পারে। অ্যাপল ব্যাপকভাবে মিনি সংস্করণ তৈরি বন্ধ করে দেবে বলে মনে করা হচ্ছে। তার পরিবর্তে আসবে iPhone 14 Max। এ রকম চারটি মডেল রয়েছে। তবে ভ্যানিলা আইফোন ১৪ ও ম্যাক্স সব ক্ষেত্রেই থাকবে একই রকম ডিসপ্লে ফুটপ্রিন্ট।
বাড়বে র্যাম
ধারণা করা হচ্ছে নতুন আইফোন ১৪ সিরিজের সম্ভাব্য চারটি মডেলেই ৬ জিবি র্যাম (RAM) থাকতে পারে। তবে পার্থক্য থাকবে। যেমন আইফোন ১৪ ও ম্যাক্স ফোনের ক্ষেত্রে ৬ জিবি LPDDR 4 প্রযুক্তি থাকতে পারে। কিন্তু প্রো ও প্রো ম্যাক্স ফোনের ক্ষেত্রে তা হতে পারে LPDDR 5। মেমরির ক্ষেত্রে নতুন A16 Bionic চিপসেটে যুক্ত হবে।
আরও উন্নত ক্যামেরা
আইফোন ১৩ এর ক্যামেরাগুলো যথেষ্ট আপগ্রেডেড। তবে প্রো সিরিজটি এমন কিছু অসাধারণ হয়ে ওঠেনি। ফলে প্রত্যাশার চাপ বাড়ছে আইফোন ১৪-এর উপর। মেগাপিক্সেল বেশি হওয়াটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ না ক্যামেরার মান উন্নত হচ্ছে। আর সেখানেই আসতে পারে পরিবর্তন। সম্ভবত জুম এবং লেন্সের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে।
দ্রুত চার্জিং
আইফোন ১৩ প্রো সিরিজের দাম লাখ টাকা। কিন্তু সে তুলনায় চার্জিং পদ্ধতি একদমই উন্নত নয়। মাত্র 20W দ্রুত চার্জিং সম্ভব। তবে আশা করা যাচ্ছে আইফোন ১৪ সিরিজে সেই দিকেও উন্নতি হবে।