বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৫তম মৌসুমের ট্রফি জিতে পুরস্কারস্বরূপ ৪০ লাখ ঘরে তুলেছিলেন ছোট পর্দার তারকা অভিনেত্রী তেজস্বী প্রকাশ। এবার কোটি টাকার গাড়ি কিনলেন।
অডি কিউ৭ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি কিনেছেন তেজস্বী প্রকাশ। গাড়ি শো-রুম থেকে বাড়ি নেওয়ার আগে পূজা দিয়েছেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন প্রেমিক করণ কুন্দ্র।
বিভিন্ন খবরে প্রকাশ, ৫ এপ্রিল এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন তেজস্বী প্রকাশ, যার দাম ৮০ লাখ । অবশ্য কিছু পোর্টাল বলছে, গাড়িটির দাম কোটি টাকা।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরে নতুন গাড়ির সামনে পোজ দিয়েছেন তেজস্বী। সঙ্গে রয়েছেন প্রেমিক করণ কুন্দ্র। একটি ছবিতে দেখা যাচ্ছে, তেজস্বীর কপালে চুমু দিচ্ছেন করণ। তিনি প্রেমিকার ছবিও তুলেছেন।
চলুন দেখে নেওয়া যাক এই বিলাস বহুল গাড়ির বিশেষ বৈশিষ্ট গুলো –
Key Specs of Audi Q7
Mileage: (upto)11.21 kmpl
Engine: (upto)2995 cc
BHP335.25
TransmissionAutomatic
Seats7