ওয়েব প্লাটফর্মে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে মেসেজ পাঠানোর পাশাপাশি ভিডিও কলে যুক্ত হতে পারবে। খবর টেকটাইমস।
প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ ভার্সনটি চালু করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট প্লাসের সাবস্ক্রিপশন সুবিধাও আনা হবে। বর্তমানে ক্রোম ব্রাউজার ব্যবহারের মাধ্যমে স্ন্যাপচ্যাট ওয়েব ব্যবহার করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য ব্রাউজারে ওয়েব ভার্সন চালানোর সুবিধা এবং ভবিষ্যতে ডেস্কটপ অ্যাপও চালু করা হবে।
জুনের দিকে স্ন্যাপচ্যাট প্লাস চালু করা হয়। পরিষেবাটি গ্রহণে ব্যবহারকারীদের প্রতি মাসে ৩ ডলার ৯৯ সেন্ট ফি দিতে হবে। এ পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ আইকন পরিবর্তন, কনটেন্ট ভিউয়ারদের পরিচয় জানাসহ বিভিন্ন অ্যাডভান্সড ফিচার ব্যবহার করতে পারে। ভবিষ্যতে যে ডেস্কটপ ভার্সন আনা হবে সেটিতে মেসেজিংয়ের বিষয়টিকে বেশি প্রাধান্য দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্ন্যাপচ্যাটের মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ ভার্সনের কোনো মেসেজ পাঠানোর ২৪ ঘণ্টা পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এছাড়া ব্যবহারকারী ডেস্কটপ থেকে কোনো ফাইল দেখার পর তা মুছে ফেলতে পারবে। সিএনবিসি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডেস্কটপ ভার্সনের অ্যাপে বেশকিছু নতুন ফিচার যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এসব ফিচারের মধ্যে লেন্স ব্যবহারের মাধ্যমে লাইভ ভিডিও কলিং করা এবং সেগুলোকে প্রাণবন্ত করার মতো ফিচারও থাকবে। বর্তমানে নির্দিষ্ট দেশের ব্যবহারকারীরা ওয়েব ডট স্ন্যাপচ্যাট ডট কমে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইনের মাধ্যমে ভার্সনটি ব্যবহার করতে পারবে।