ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন স্পেস এক্সের মহিলা কর্মী

সারা বছরই নিজের কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে থাকেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক । বিভিন্ন বিষয়ে তার সোশ্যাল মিডিয়া পোস্ট, অথবা ছবি তোলা সময় অদ্ভূত সব পোজ নেটিজেনদের ভীষণ পছন্দের। গোটা বিশ্বে ইলন মাস্কের মতো হওয়ার স্বপ্ন দেখেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।

বেশ কিছুদিন ধরে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট টুইটার কেনা নিয়ে চর্চায় রয়েছেন মার্কিন এই ধনকুবের। ‘টুইটার ডিল’ আপাতত ঠান্ডা ঘরে হলেও আবারও সংবাদমাধ্যমে শিরোনামে জায়গা করে নিলেন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। তবে এবার ইলন মাস্কের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ।

এক বিমান সেবিকার অভিযোগ, ২০১৬ সালে চলন্ত বিমানে তাকে যৌন নিগ্রহ করেছেন টেসলা কর্ণাধার। আরো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই বিমান সেবিকা। তার দাবি, মুখ বন্ধ রাখা এবং ইলনের কৃতকর্ম প্রকাশ্যে না আনার জন্য ২০১৮ সালে স্পেস এক্স তাকে আড়াই লক্ষ মার্কিন ডলার দিয়েছে।

দাবি অনুযায়ী, বিমান সংস্থা চাকরি নেয়ার পর ওই বিমান সেবিকাকে মাস্ককে বডি ম্যাসাজ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। একবার বিমানের মধ্যে ব্যক্তিগত কেবিনে ম্যাসাজ নেয়ার সময় মাস্ক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলেই অভিযোগ।

নারীর এক বন্ধুর অভিযোগ, মাস্ক তার বান্ধবীকে চলন্ত বিমানে নিজের কেবিনে ডাকেন। কেবিনে ঢুকে বিমান সেবিকা দেখেত পান মাস্ক অর্ধনগ্ন, দেহের নিম্নাংশ শুধু একটি তোয়ালে দিয়ে ঢাকা। ম্যাসাজ চলাকালীন মাস্ক নিজের পুরুষাঙ্গ দেখিয়ে ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ‘আমাকে খুশি করলে সব সুবিধা মিলবে।’

তবে এই প্রসঙ্গে এখনও অবধি ধনকুবেরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সূত্র: বিজনেস ইনসাইডার

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy