ইনস্টাগ্রামে রিল ও লাইভ শিডিউল করবেন যেভাবে, শিখেনিন পদ্ধতি

একসময় পুরো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। তবে সেই তালিকায় এখন যুক্ত হচ্ছে একের পর এক নাম। গত কয়েক বছরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে মেটার মালিকানাধীন সাইট ইনস্টাগ্রাম। বিশেষ করে ভিডিও ও ফোটো কনটেন্ট তৈরির জন্য এটি একেবারে আদর্শ।

সম্প্রতি যুক্ত হওয়া রিলস ভিডিও ইনস্টাগ্রামকে করেছে আরও জনপ্রিয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছোট ভিডিও শেয়ার বেশ চল রয়েছে। এ কারণে টিকটক এত জনপ্রিয়তা পেয়েছে বিশ্বব্যাপী। তারই আদলে ইনস্টাগ্রাম এনেছিল রিলস ফিচার। এখন রিলস ভিডিও শিডিউল করার বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

এমনকি ব্যবহারকারীরা ‘লাইভ সেশন’ও শিডিউল করতে পারেন। অর্থাৎ কখন ওই ভিডিও পাবলিক হবে তা আগে থেকে নির্দিষ্ট করে রাখতে পারেন। বিশেষ এই ব্যবস্থা জনপ্রিয় তারকা ও বিখ্যাত মানুষের জন্য খুবই কাজে আসবে।

হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন বা কোথাও ঘুরতে গেছেন। তখন সমাজ মাধ্যমে সক্রিয় থাকা সম্ভব হয় না। ফলে এমন সময়ের জন্যই আদর্শ হচ্ছে এই ফিচার। এতে আপনি যে কোনো বিষয় আপলোড করার সময় শিডিউল করতে পারবেন। যেমনটা করা যায় ইউটিউবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে রিল ও লাইভ শিডিউল করবেন-
> আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন।
> সেখানে রিলস সেকশনে যান।
> নিজের আগের বানিয়ে রাখা কিংবা নতুন যে রিল ভিডিওটি তৈরি করেছেন সেটি আপলোড করুন।
> পুরো ভিডিওটি ইফেক্টস (effects) দিয়ে, কাভার ফটো, ক্যাপশন, হ্যাশট্যাগ ইত্যাদি দিয়ে তৈরি করে ফেলুন।
> এরপরে আপনি শিডিউল অপশন দেখতে পাবেন।
>ট্যাব করে নিজের পছন্দমতো সময় সেট করে দিন।
> এতে আপনার রিল ভিডিও নির্দিষ্ট সময় মতো আপলোড হয়ে যাবে।

একইভাবে ইনস্টাগ্রামের লাইভ শিডিউল করতে পারবেন।
> প্রথমে আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন।
> একেবারে উপরে ডানদিকের কোণায় + (plus) আইকন ক্লিক করুন।
> লাইভ অপশন বেছে নিন।
> বাম দিকে শিডিউল অপশন দেখতে পাবেন।
> যে সময় আপনি লাইভ করতে চান সেই নির্দিষ্ট সময়টি সেট করে ফেলুন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy