যুদ্ধকবলিত দেশ ইউক্রেনে অর্থ সহায়তা পাঠানোর জন্য ১১ কোটি ৪০ লাখ ডলারের ফান্ড জমা করেছে এপিক গেমস। তাদের সঙ্গে এক্সবক্স যোগ দেওয়ায় ফান্ডে মোট জমা হয়েছে ১৪ কোটি ৪০ লাখ ডলার। এক টুইট বার্তায় ফোর্টনাইট জানায়, ইউক্রেনের জন্য যারা এই তহবিলে অর্থ জমা করতে সহায়তা করেছেন তাঁদের আন্তরিকভাবে ধন্যবাদ। ফোর্টনাইট প্লেয়ার ও এক্সবক্সের ব্যবহারকারীদের কারণে ১৪ কোটি ৪০ লাখ ডলার জমা করা সম্ভব হয়েছে।
তহবিলে জমা অর্থ পাঠানো হবে ইউনিসেফ, ডাইরেক্ট রিলিফ, ইউএন রিফিউজি এজেন্সি ও ইউএন ওয়ার্ল্ড ফুড প্রগ্রামের কাছে। এপিক গেমসের সঙ্গে একাত্মতা দেখিয়ে ফোর্টনাইট প্লেয়াররা বিভিন্ন আইটেম কিনতে যা খরচ করেছেন সেটা দান করেছে এক্সবক্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিডিও গেমস ও সফটওয়্যার নির্মাতা কম্পানি এপিক গেমস নিজেদের ওয়েবসাইটে জানায়, ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত তাদের নির্মিত গেম ফোর্টনাইটের ইন-গেম পার্চেজ থেকে যা আয় হবে সবই দান করা হবে ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য।