আপনার আইফোন নিরাপদ আছে তো? পাওয়া গেলো বড় ধরণের নিরাপত্তাত্রুটি

আইফোনে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। আইওএস ১৫.৫ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে আইফোন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি–ইন)।

ভারতের সরকারি প্রতিষ্ঠানটির দাবি, পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেমে একটি নয়, একাধিক নিরাপত্তাত্রুটি রয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে আইওএসের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের ক্ষতিকর ওয়েব কনটেন্টযুক্ত সাইটে নিয়ে যায় সাইবার অপরাধীরা। এরপর আইফোনে বিশেষ ধরনের কোড প্রবেশ করায় তারা। এসব কোডের মাধ্যমে আইফোনে সহজেই ডিওএস (ড্যানিয়েল অব সার্ভিস) হামলা চালানো যায়।

সাইবার হামলা থেকে রেহাই পেতে ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। গত সপ্তাহে উন্মুক্ত হওয়া সংস্করণটিতে আইওএসের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে অ্যাপল। এর ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি নিরাপদ থাকবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy