আইফোন ১৪-এর ডিসপ্লে সরবরাহ করবে বিওই, বিস্তারিতভাবে জেনেনিন

আইফোন ১৩-এর পর ১৪ সিরিজের উৎপাদন নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন সিরিজের আইফোনে চীনের প্রতিষ্ঠান বিওই টেকনোলজিস উৎপাদিত ওএলইডি স্ক্রিন ব্যবহার করবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।

আগে গুঞ্জন ছিল যে প্রযুক্তি জায়ান্টটি বিওইকে ডিসপ্লে সরবরাহকারী হিসেবে ব্যবহার করবে না। কিন্তু সম্প্রতি চীনে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি আইফোন ১৪-এর স্ক্রিনের ব্যাপক উৎপাদন শুরু করতে যাচ্ছে। আইফোন ১৩-এর ডিজাইনে পরিবর্তন আনার জন্য সম্প্রতি প্রতিষ্ঠানটি কড়া সমালোচনার মুখে পড়ে। বিওইর বিরুদ্ধে প্যানেলের কিছু ডিজাইন একতরফাভাবে পরিবর্তনের অভিযোগও উঠেছে।

গত সপ্তাহে আইফোন ১৪ তে ব্যবহার হতে যাওয়া বিওইর ডিসপ্লে প্যানেলের অনুমোদন দিয়েছে অ্যাপল। এর মাধ্যমে চলতি মাসে প্যানেলের ব্যাপক উৎপাদন শুরুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের সরবরাহের টার্গেট পূরণের পথে একধাপ এগিয়ে গেল। চলতি মাসের শেষ নাগাদ উৎপাদন শুরু হলেও সেপ্টেম্বরের আগে প্যানেলগুলো সরবরাহ করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অ্যাপলের জন্য সেপ্টেম্বর খুবই ব্যস্ত মাস। কেননা সে সময় প্রতিষ্ঠানটি তাদের নতুন পণ্য বাজারজাতের ঘোষণা দেয়।

বিওই আইফোন ১৪-এর ৫০ লাখ ডিসপ্লে প্যানেল সরবরাহ করবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা, যা অ্যাপলের মোট চাহিদার (৯ কোটি) ৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে স্যামসাংয়ের কাছে ৬ কোটি ইউনিট ডিসপ্লের সরবরাহ চাহিদা রয়েছে, যা মোট চাহিদার ৬৭ শতাংশ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy