অবাক করা দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো অ্যাপল আইওএস১৬, জেনেনিন বিস্তারিত

বহুকাল আগে থেকেই অ্যাপল স্মার্টফোন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীরা একমত যে আপনি যদি আইফোন ব্যবহার করেন তবে অন্য কোনও স্মার্টফোন আপনাকে সন্তুষ্ট করবে না। অপরাজেয় বায়োনিক চিপ আইওএস দ্বারা চালিত, একটি আইফোন কেবল দ্রুততম নয়, এটিতে একটি তরল রেটিনা ডিসপ্লেও রয়েছে এবং দুর্দান্ত ক্যামেরা নিখুঁত শট নেয়।

দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাপল সম্প্রতি তাদের বাৎসরিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার কনফারেন্স ইভেন্টে লঞ্চ করল আইওএস১৬ । নতুন এই অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে আকর্ষণীয় উইজেট, নতুন অ্যাপসহ একগুচ্ছ ফিচার।

শিগগির নতুন ওএস বিটা ভার্সনে ব্যবহারকারীদের কাছে পাঠানো হবে। নতুন ওএস-এ কী কী পরিবর্তন আনা হয়েছে? লক স্ক্রিন থেকে শুরু করে, কমিউনিকেশন এবং ইন্টেলিজেন্স ফিচার সবকিছুই দেওয়া হয়েছে নতুন এই আপডেটে।

এছাড়াও আরও ছবি ও ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে বেশ কিছু আপডেট নিয়ে আসা হয়েছে নতুন এই আইওএস-এ। এর ফলে শেয়ারিংয়ের ক্ষেত্রে বেশ পরিবর্তন আসবে। লাইভ টেক্সট এবং ভিস্যুয়াল লুক আপের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনা হয়েছে।

ফটো এবং ভিডিও শেয়ার

নতুন আইওএস১৬-এ ফটো এবং ভিডিও শেয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রিয়জনের সঙ্গে মুহূর্তের মধ্যে ছবি বা ভিডিয়ো শেয়ার করতে পারবেন। এরজন্য ফোনে দেওয়া থাকছে বিশেষ আইক্লাউড লাইব্রেরি। এবং সেই লাইব্রেরির সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারবেন ফোন ক্যামেরা অ্য়াপ। ফলে ছবি তোলার সঙ্গে সঙ্গে তা পৌঁছে যাবে প্রিয়জনের কাছে।

লক স্ক্রিনে পরিবর্তন

আইওএস১৬-এ লক স্ক্রিনে সবথেকে বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত আইফোনের লক স্ক্রিনে কোনও কাস্টমাইজ়ড ছবি ব্যবহার করা যেত না। আইওএস১৬-এ সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এমনকী কোনও কাস্টমাইজড ছবির ক্ষেত্রে লুক চেঞ্জ করতে পারবেন। সঙ্গে একাধিক ফিল্টার যোগ করার সুবিধা থাকছে।

এরসঙ্গে আরও কিছু ওয়ালপেপার যোগ করা হয়েছে। তারমধ্যে রয়েছে লাইভ ওয়েদার ওয়ালপেপার। কোনও জায়গায় আবহাওয়ার লাইভ স্টেটাস দেখা সম্ভব ওই ওয়ালপেপারের মাধ্যমে। এছাড়াও অ্যাস্ট্রনমি নিয়ে নিয়েও একটি ভিন্ন ধরনের ওয়ালপেপার চালু করা হয়েছে।

নোটিফিকেশন

নোটিফিকেশনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত ফোনে আইফোনের নোটিফিকেশন পরপর দেখা যেত। এর ফলে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে থাকা কোনও অবজেক্ট ঢাকা প়ড়ার সম্ভাবনা থাকত। কিন্তু নতুন আপডেটে যাবতীয় নোটিফিকেশন অ্যাড হবে ফোন লক স্ক্রিনের একদম নীচে। ব্যবহারকারী তাঁর সুবিধা মতো ওই নোটিফিকেশন বার থেকে পছন্দের নোটিফিকেশন দেখতে পাবেন।

ফোকাস মোড

লক স্ক্রিনে ফোকাস মোড চালু থাকলেও এবার তা আরও আকর্ষণীয় করে তুলেছে অ্যাপল। ফোকাস মোডে ব্যবহারকারী নিজের পছন্দের বিভিন্ন অ্যাপস রাখতে পারবেন। যেমন ক্যালেন্ডার, মেইল, মেসেজ ইত্যাদি।

অ্যাপল আইওএস১৬ যেসব অ্যাপল স্মার্টফোনে ইনস্টল করা যাবে

iPhone 8 and 8 Plus, iPhone X, iPhone SE (2020), iPhone XS and XS Max, iPhone XR, iPhone 11, 11 Pro, and 11 Pro Max, iPhone 12 mini, iPhone 12, 12 Pro, and 12 Pro Max, iPhone 13 mini, iPhone 13, 13 Pro, and 13 Pro Max, iPhone SE (2022)

আইওএস১৬-এর অ্যাপল ম্যাপ, অ্যাপল পে লেটার, লাইভ টেক্সট, ট্রান্সলেশন আরও উন্নত করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই অপারেটিং সিস্টেমের সাথে পাওয়া যাবে ডোর ডিটেকশন, সেফটি চেক, লেটেস্ট হোম অ্যাপ, সিকিউরিটি আপডেট।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy