অনলাইনে কি-বোর্ডের কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে! বিস্তারিত জেনেনিন

কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে থাকা সব অক্ষর সব সময় ব্যবহার করতে হয় না। তবে প্রয়োজনের সময় দেখা যায় এক বা একাধিক অক্ষর চাপলেও সেগুলো কাজ করছে না। তাই কি-বোর্ডের সব অক্ষর কাজ করে কি না, তা আগে থেকেই পরীক্ষা করা উচিত।

কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় কি-বোর্ডে থাকা সব অক্ষরের কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য অনেকেই নোটপ্যাড অথবা ওয়ার্ড চালু করে অক্ষরগুলো পরীক্ষা করেন। কিন্তু ব্যস্ততার কারণে বা মনের ভুলে কি-বোর্ডের সব অক্ষর পরীক্ষা করতে অনেকেই ভুল করেন। অনলাইনে বেশ কিছু ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই এ সমস্যার সমাধান করা যায়।

অনলাইনে কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে থাকা সব অক্ষরের কার্যকারিতা পরীক্ষা করার জন্য en.key-test.ru ঠিকানার ওয়েবসাইটটি বেশ কার্যকর। ওয়েবসাইটে প্রবেশ করলেই কি-বোর্ডের একটি লে-আউট দেখা যাবে। এবার আপনার কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে অক্ষর চাপলেই ওয়েবসাইটের কি–বোর্ডে সেই অক্ষরটি ভিন্ন রঙে দেখা যাবে। এভাবে কি-বোর্ডের সব অক্ষর চেপে দেখতে হবে রং পরিবর্তন হয় কি না। কোনো অক্ষরের রং পরিবর্তন না হলে বুঝতে হবে আপনার কি-বোর্ডে থাকা সেই অক্ষরটি কাজ করছে না।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy