আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেইসাস এর নতুন নাম আজ থেকে ‘তুলসীভাই’।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তাকে এই গুজরাটি নাম দিয়েছেন। গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিটে ডব্লিউএইচও প্রধানকে তিনি বলেন, “আপনাকে তুলসীভাই বলে ডাকতে আমার ভালো লাগছে।”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আমার খুব ভালো বন্ধু। আজ তিনি (টেড্রোস) আমাকে বলেন, আমি এখন পাক্কা গুজরাটি হয়ে গেছি। আমার জন্য কী কোনো নতুন নাম ঠিক করেছো? তাই একজন গুজরাটি হিসেবে আমি তাকে তুলসীভাই বলেই ডাকবো।’
মোদি বলেন, তুলসী এমন একটি উদ্ভিদ যা আধুনিক প্রজন্ম ভুলে যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম তুলসী পূজা করেছে। বিয়েতেও তুলসী গাছ ব্যবহার করতে পারেন। তাই এখন থেকে আপনি আমাদের সাথে আছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
গুজরাটে তিন দিনের গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শীর্ষ সম্মেলনের উদ্বোধনের পর মোদি এ কথা বলেন। এই অনুষ্ঠানে ডব্লিউএইচও মহাপরিচালক ছাড়াও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথও উপস্থিত ছিলেন।
এতে ভারতের প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন ভারত শীঘ্রই বিদেশী নাগরিক যারা ঐতিহ্যগত এসব ওষুধের জন্য দেশে আসতে চায় এবং যারা আয়ুষ থেরাপির সুবিধা নিতে চায় ভারতে এসে তাদের জন্য একটি বিশেষ আয়ুষ ভিসা বিভাগ চালু করবে। এছাড়া আয়ুষের একটা আলাদা হলমার্ক স্থাপন করে তা থেকে উচ্চমানের এসব পণ্য বিক্রির ব্যবস্থা করে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আয়ুষের ক্ষেত্রে বিনিয়োগ এবং উদ্ভাবনের সম্ভাবনা সীমাহীন। ইতোমধ্যেই আয়ুষ ওষুধ, অন্যান্য পণ্য এবং প্রসাধনী উত্পাদনে এক অভূতপূর্ব উন্নতি করেছে বলে জানান প্রধানমন্ত্রী৷