তাপদাহে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলতি সপ্তাহে একাধিক দিন ৪২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও শহরটির বাসিন্দাদের ঘুম ভেঙেছে তুলনামূলক উষ্ণ সকালে। এদিন ভারতের রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি, যা চলতি মৌসুমের গড়েরও ২ ডিগ্রি উপরে।
ভারতের আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা মঙ্গলবার সকালে দিল্লির আপেক্ষিক আর্দ্রতা ২৫ শতাংশ ছিল বলেও জানিয়েছেন।
তাপদাহে হাঁসফাঁস করা শহরটিতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল রেকর্ড ৪২ দশমিক ৬ ডিগ্রিতে। ৫ বছরের মধ্যে কোনো এপ্রিলে এটাই সর্বোচ্চ তাপমাত্রা, জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
তাদের হিসাব অনুযায়ী, ৭২ বছরের মধ্যে এবারই দিল্লি এপ্রিলের প্রথমভাগে এত তাপমাত্রা দেখল।
চলতি বছর এখন পর্যন্ত এপ্রিলে ভারতের রাজধানীতে পাঁচদিন তাপপ্রবাহ রেকর্ড হয়েছে। ২০১৭ সালের এপ্রিলে এ সংখ্যা ছিল ৬, জানিয়েছে আবহাওয়া বিভাগ। তীব্র গরমের মধ্যে মঙ্গলবার শহরটির কোথাও কোথাও মেঘলা আকাশ বাসিন্দাদের স্বস্তি দিয়েছে।
দিল্লিতে ২০১৭ সালের ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি। শহরটি এপ্রিলে সবচেয়ে বেশি ৪৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা দেখেছিল ১৯৪১ সালে, ২৯ এপ্রিলে।