
ভোরে আর রাতে শীত শীত ভাব এখনও থাকলেও শীতের মরশুম কাটতে চলেছে। গ্রীষ্মের তপ্ত হাওয়া এখন দোরগোড়ায়। চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, দোলের দিন (১৪ মার্চ) থেকে পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা দোল-হোলির উৎসব মাটি করতে পারে।
দক্ষিণবঙ্গে শুষ্ক গরম
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী দু-তিন দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পারদ ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে, দোলের দিন থেকেই দক্ষিণবঙ্গের মানুষ গরমের তীব্রতা অনুভব করবেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকলেও তার প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না। ফলে এই অঞ্চলে আপাতত শুষ্ক ও গরম আবহাওয়াই থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টির ছায়া
উত্তরবঙ্গে আবহাওয়ার চিত্র একেবারে ভিন্ন। উত্তর-পূর্ব বাংলাদেশে অবস্থান করা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (১১ মার্চ) দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৪ মার্চ, অর্থাৎ হোলির দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ১৫ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপর আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। উত্তরবঙ্গেও আগামী ৩-৪ দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
দোলের দিন আবহাওয়ার প্রভাব
দক্ষিণবঙ্গে যেখানে দোলের দিন থেকে গরমের তীব্রতা বাড়বে, সেখানে উত্তরবঙ্গে বৃষ্টি উৎসবের আমেজে ভাটা ফেলতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শুষ্ক গরমের মধ্যে দোল উদযাপন করতে হবে, অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে।
পরিবর্তনের ইঙ্গিত
আবহাওয়াবিদদের মতে, শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে গ্রীষ্মের আগমন এখন স্পষ্ট। দক্ষিণবঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
দোলের রঙে মেতে ওঠার আগে আবহাওয়ার এই পূর্বাভাস মাথায় রাখতে হবে বাংলার মানুষকে। দক্ষিণে গরমের দাপট আর উত্তরে বৃষ্টির ছোঁয়া—দুই বঙ্গে দুই ভিন্ন চিত্র ফুটে উঠছে এই উৎসবের মরশুমে।