News

Weather: উত্তরবঙ্গের জন্য সুখবর, দক্ষিনে মাঝারি বৃষ্টি , জেনেনিন আবহাওয়া বার্তা

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আর সেই কারণে আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে অস্বস্তি। তবে আজ সকাল থেকে মেঘলা আকাশ আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিৰ সম্ভাবনা রয়েছে। বাতাসে অপেক্ষ্যিক আদ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি।

অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়ছিল। অস্বস্তিতে পড়তে হয়েছিল সেখানকার মানুষকে। এবার সেই পরিস্থিতির সামান্য উন্নতি হবে বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।

Exit mobile version