Weather: অবশেষে বাংলায় এলো বর্ষা! তীব্র গরম শেষে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

তবে দেরিতে হলেও উত্তরবঙ্গে বর্ষা হানা। এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই ঘোষণা করা হয়েছে। বর্ষা সাধারণত 8 থেকে 10 জুনের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছায়। আর এরফলে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ সকাল থেকেই উত্তর ব্যাঙের বিভিন্ন জেলায় হালকা থেকে মাজহারী বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে কবে দক্ষিণবঙ্গে পৌঁছাবে, তা এখনও বলতে পারছে না আবহাওয়া দফতর।

বর্ষা শুরুর তারিখ 10-12 জুন। এই হিসেব অনুযায়ী আগামী দু’দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে পৌঁছনোর সুস্পষ্ট সম্ভাবনা নেই। হাইড্রোমেটিওরোলজিক্যাল সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে বর্ষা শুরু হতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

আইএমডি জানিয়েছে, আগামী তিনদিন পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। এদিকে ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আপাতত গাঙ্গেও দক্ষিণবঙ্গে কোথাও কোনও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।

আইএমডি জানিয়েছে, আগামী তিনদিন পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। এদিকে ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আপাতত গাঙ্গেও দক্ষিণবঙ্গে কোথাও কোনও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy