Weather: বাড়ছে প্রখর রোদের তাপ, ৪৫ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা,পাঁচ রাজ্যে জারি সতর্কতা

‘সর্বকালের উষ্ণতম গ্রীষ্মকাল’ প্রত্যক্ষ করছে ভারত। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। দেশটির কোনো কোনো এলাকায় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই অবস্থায় দেশটির আবহাওয়া বিভাগ কমপক্ষে পাঁচটি রাজ্যের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

উত্তর–পশ্চিম ভারতে গত ১২২ বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা এতটা বাড়েনি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ২০০৪ সালে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনের জন্য দেশেটির বড় অংশ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর অর্থাৎ মে মাসের শুরুর দিকে এই অংশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রবেশ, উড়িষ্যায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলোর তাপমাত্রা ৪৫ ডিগ্রির আপশাপে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সপ্তাহ অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারপরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতরের বিজ্ঞানী কে জেনামানি।

তিনি আরও বলেছেন রাজস্থান ও উত্তর প্রদেশেরের বেশ কয়েকটি অংশের তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়েছে। দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির বেশি। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৪ ডিগ্রির বেশি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই অবস্থায় মহারাষ্ট্রের মত বেশ কিছু রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। তাপপ্রবাহের মধ্যেই বিদ্যুতের ঘআটতি সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাহত হয়েছে শিল্পের কাজ। গুজরাট ও অন্ধ্রপ্রদেশেরও এই সমস্যা দেখা দিয়েছে। গ্রামীণ এলাকায় প্রায় চার ঘণ্টার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে।

রেকর্ড তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়েছে জম্মু ও কাশ্মীরেও। সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির পারদ। কেন্দ্র শাসিত এই অঞ্চলেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy