Weather: বাংলার ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গল থেকেই বদলে যাবে পরিস্থিতি

বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গে বড়সড় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই ছাতা নিয়ে বের হতে হবে বাসিন্দাদের, কারণ রাজ্যে প্রবেশ করছে টানা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যার ফলে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। এই জলীয় বাষ্প উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের সংস্পর্শে এসে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কবে থেকে শুরু বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে, যা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। ফলে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। ১৯ ফেব্রুয়ারি থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ দেখা যাবে। মঙ্গলবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শীত পুরোপুরি বিদায় নেবে।

কোথায় কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,

১৯ ফেব্রুয়ারি: কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে।

২০ ও ২১ ফেব্রুয়ারি: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা।

২২ ফেব্রুয়ারি: কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে।

২৩ ও ২৪ ফেব্রুয়ারি: ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।

কৃষকদের জন্য দুঃসংবাদ

অসময়ে বৃষ্টির কারণে রাজ্যের কৃষকদের উদ্বেগ বাড়তে পারে। বিশেষ করে আলু চাষের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি দফতর।

বসন্ত শুরুর মুখেই এমন আবহাওয়া বদলের ফলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদেরও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy