চলতি মাসের প্রথম সপ্তাহে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ মে’র পরে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা বড় আকারের ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।
বৈশাখের কাঠফাটা গরমের মধ্যে যখন বৃষ্টির অপেক্ষায় রয়েছে সবাই, তখনই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে আজ রোববার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড়, যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ভারত মহাসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হতে পারে ওই ঘূর্ণাঝড়। এখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, ২০২০ সালের এই মে মাসে আঘাত হেনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। এর দাপট আজও ভুলতে পারেনি উপকূলের মানুষ। ঝড় চলে গেলেও তার তাণ্ডবলীলায় দীর্ঘদিন ধুঁকেছে মানুষ। মাথা গোজার ঠাঁইটুকু ছিল না। প্রচুর ক্ষয়ক্ষতি করে জনজীবন লন্ডভন্ড করেছে এ আমফান।