Weather: তীব্র গরমে ফের বাড়ছে অস্বস্তি, বাংলায় আজ কি বৃষ্টি হবে? জেনেনিন আবহাওয়া বার্তা

গতকাল মহানগরের বুকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে গিয়েছে। গরমের নাজেহাল অবস্থা থেকে মানুষ রাতের দিকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। এদিকে, হওয়া অফিস বলছে, আজকেও হবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। গতকালের মতন আজকেও একই তাপমাত্রা থাকবে।

দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে মাঝারি বৃষ্টিপাত। দিনে গরম সন্ধ্যার পর বৃষ্টির সম্ভবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিকে আজকেও কলকাতার বুকে চলবে ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।

কিছু জায়গায় চলতে পারে ঝড়ো হাওয়া যার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত। আজ রবিবার বৃষ্টির সম্ভবনা প্রবল কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, মুর্শিদাবাদে। আগামী পাঁচ দিন ধরে একই রকম আবহাওয়া থাকবে এই জায়গাগুলোতে। যেমন থাকবে গরম, তেমনই হবে বৃষ্টি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy