গতকাল থেকেই কলকাতার আকাশ মুখ ভার করে রেখেছে। গত দুদিন ধরে রাতে আকাশের রং ছিল রক্তবর্ণ। অনেকেই চেয়েছিলেন বৃষ্টি হোক। কিন্তু, ভ্যাপসা গরমে নাজেহাল প্রত্যেকে। কোথায় বৃষ্টি? গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতের দিকে হালকা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য বেড়েছে গরম।
কবে আসবে বর্ষা? এই প্রশ্ন সবার মনে। গরমে নাজেহাল মানুষ কিছুদিনের জন্য স্বস্তির নিশ্বাস ছাড়তে চাইছে। এদিকে আজ সকাল থেকে আকাশে কিঞ্চিৎ মেঘের দেখা মিলেছে। কখনো মেঘ কখনো রোদ্দুর দিয়ে সেজে রয়েছে বঙ্গের আকাশ বাতাস। সূত্র বলছে, আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
খুশির খবর হল – উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। অর্থাৎ, বৃষ্টি শুরু। হ্যাঁ, আগামী পাঁচ দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে।