Weather: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

কেটে গিয়েছে অশনির দাপট। কিন্তু রেশ রয়ে গিয়েছে। আজ শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস
সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি আর ঝড়ের দাপটে তাপমাত্রা আজ কমই থাকবে।

কোন কোন জেলায় বৃষ্টি
শুক্রবার বিভিন্ন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। আবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তাপ প্রবাহের সতর্কতা
পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিলেও উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান, দিল্লি, গুজরাত সহ একাধিক রাজ্যে ফের তাপ প্রবাহ শুরু হবে। আজ থেকেই রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করে যাবে। আইএমডির পক্ষ থেকে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy