আজ বুধবার তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়। আবহাওয়ার পূর্বাভাসে আজ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগুলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া,
বাংলার উক্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।
গতকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে গিয়েছে। আজকেও কি সেই বৃষ্টির রেশ রয়েছে? যদিও সকাল থেকে রোদ খটখট করছে চারিদিকে। মেঘের আনাগোনা নেই। কিন্তু বিকেলের পর বা দুপুরের পর কি আবহাওয়ার পরিবর্তন হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
উত্তর ও দক্ষিণ বঙ্গে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টি হয়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা ক্ষীণ। কিন্তু, এই সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি, তিলোত্তমার বুকে আজকেও হতে পারে বৃষ্টি। দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা প্রবল। গতকালের মতো আজকেও দুপুরের পর থেকেই বড় বড় ফোটার সঙ্গে বৃষ্টি হতে পারে মহানগরে ও তার আশপাশের এলাকায়।