Weather: আজ থেকেই আবহাওয়ায় হবে ব্যাপক পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়

কলকাতায় টানা রেকর্ড দুই মাস কোন বৃষ্টি নেই। যার ফলে প্রায় গরমে নাজেহাল হয়ে যাচ্ছেন শহরবাসী। যার ফলে আদ্রতা জনিত অস্বস্তি দিনকে দিন বেড়েই চলেছে। আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিস যেমনটা জানাচ্ছেন যে আজ অর্থাৎ শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন কিছু হবে না।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮৫ শতাংশ। যার ফলে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। এছাড়াও বিক্ষিপ্তভাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ পশ্চিমের জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷ রবিবার থেকে মেঘলা আকাশ বজায় থাকবে।

তবে শুষ্ক অবস্থা কাটিয়ে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে রাজ্যে ৷ মঙ্গলবারের মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে তার সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ রবিবার থেকে বাংলায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হবে৷

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy