গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ জুড়ে বইছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। তীব্র রোদে বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ছে। সাধারণত বয়স্ক লোকেদের খুবই অসুবিধা হয়ে উঠেছে। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা নেই বললেই চলে। কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে জানা গেছে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে রয়েছে একটি নিম্নচাপ।
এই নিম্নচাপের অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা নিজস্ব জায়গা থেকে একটু দক্ষিণে। এই কারণে পুরো বাংলায় এর কোনো প্রতক্ষ প্রভাব নেই। কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি বেড়ে গেছে। যা গত পাঁচ বছরে এমন ঘটনা দেখা যায়নি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।