
আজ লোকসভায় উপস্থাপিত হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়ছে। বিরোধী দলগুলি একজোট হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও বিলটির তীব্র বিরোধিতা করছে। তবে এর বিপরীতে দিল্লি ও ভোপালের মতো জায়গায় মুসলিম মহিলারা পথে নেমে এই বিলের পক্ষে স্লোগান তুলেছেন।
প্রসঙ্গত, প্রথমে ওয়াকফ সংশোধনী বিলটি যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) কাছে পাঠানো হয়েছিল। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এটি আবার লোকসভায় আনা হচ্ছে। সরকার পক্ষের দাবি, মুসলিম সম্প্রদায়ের স্বার্থেই এই সংশোধনী আনা হচ্ছে। তবে বিরোধীদের বক্তব্য, এটি মুসলিম সমাজের অধিকারের পরিপন্থী।
এই বিলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বিরোধী দলের নেতারা। আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা বলেন, “এই বিল সাংবিধানিক কাঠামো লঙ্ঘন করছে। কৃষি আইনের মতো এই বিলও তাড়াহুড়ো করে পাস করানো হচ্ছে, যা পরে প্রত্যাহার করতে হতে পারে।” অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি করেন, “এই বিল মুসলিম সমাজের উন্নতির জন্য আনা হয়েছে। যারা এর বিরোধিতা করছেন, তারা প্রকৃতপক্ষে মুসলিম সমাজের শত্রু।”
#WATCH | Madhya Pradesh: Women in Bhopal come out in support of Waqf (Amendment) Bill to be presented today in Lok Sabha. pic.twitter.com/CUaUA3Rtkh
— ANI (@ANI) April 2, 2025
#WATCH | Women in Delhi come out in support of Waqf (Amendment) Bill to be presented today in Lok Sabha https://t.co/Eo2X9nBo9s pic.twitter.com/HGWKHnRwLD
— ANI (@ANI) April 2, 2025
এদিকে, মধ্যপ্রদেশের ভোপালে ও দিল্লিতে একদল মুসলিম মহিলা এই বিলের সমর্থনে রাস্তায় নামেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে স্লোগান দেন। তাদের দাবি, এই বিল গরিব ও পিছিয়ে পড়া মুসলিমদের জন্য উপকারী হবে।
যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, “এই বিল মুসলিম সমাজের মধ্যে আস্থা বাড়াবে। জেপিসিতে দীর্ঘ আলোচনার পর বিলটি আনা হয়েছে। প্রতিদিন আট ঘণ্টা ধরে বিরোধীদের বক্তব্য শোনা হয়েছে। ফলে, এই বিল পাশ হলে তা ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।”
বিরোধীদের প্রবল আপত্তি ও সরকারপক্ষের দৃঢ় অবস্থানের মধ্যে এই বিলের ভবিষ্যৎ কী হয়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।