Vivo-মোবাইল ফোনের কারখানা-শোরুমে অভিযান, দেশের ৪৪টি স্থানে তদন্ত করল ইডি

চীনা ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভোর বেশ কিছু কারখানা ও শোরুমে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৪৪টি স্থানে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভিভোর সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সংস্থার দফতরেও তল্লাশি চালানো হয়।

সম্প্রতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। পড়শি দেশে ব্যবসার উৎসস্থল কোথায়, তা খতিয়ে দেখতেই নজরদারি বাড়ানো হয়েছে। সেই পদক্ষেপের পরই চীনা মোবাইল ফোন প্রস্তুকারক সংস্থার দফতরে হানা দিল ইডি।

ইডি সূত্রে খবর, দিল্লি, হরিয়ানাসহ ভারতের বিভিন্ন স্থানে ভিভোর বেশ কিছু কারখানা ও শোরুমে তল্লাশি অভিযান চালানো হয়েছে। মূলত, লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিষয়গুলোতে কোনোরকম অনিয়ম আছে কিনা সেটা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে দাবি ইডির। চলতি বছরের এপ্রিলেই ভিভোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই চীনা স্মার্টফোন কোম্পানির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ মিলেছে। এই তল্লাশি অভিযান নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে গত বছরের ডিসেম্বরে ভিভো, ওপো, ওয়ান প্লাসসহ একাধিক চীনা সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। সেবার অন্তত ২০টি জায়গায় তল্লাশি চালানো হয়। ভিভোসহ একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ছিল।

সম্প্রতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আর্থিক অনিয়মের অভিযোগে গত মে মাসেই দু’টি চীনা সংস্থার বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল।

আরেক চীনা সংস্থা শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে ইডি। সংস্থাটি ভারতে এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করে। তাদেরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৫ হাজার ৫৫১ কোটি ২৭ ভারতীয় টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। আরেক চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা জেডটিই’র দিকেও নজর রয়েছে কেন্দ্রের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy