সারা বিশ্বে রয়েছে বিভিন্ন সৌখিন মানুষ। তারা নিজেদের শখ মেটাতে কত কিছুই না করে । কেউ সখ করে সারা শরীরে করে ট্যাটু। আবার কেউ অপারেশন করে বদলে ফেলে ঠোঁট ও মুখমন্ডল। অনেকে টাকা খরচ করে হতে চান সবচেয়ে সুন্দরী আবার অনেকেই টাকা খরচ করেই হতে চান বিশ্রী। তবে এবার জাপানের এক ব্যক্তির কীর্তি হারমানাবে সকলকেই।
নিজের শখ পূরণ করতে এবার মানুষ থেকে কুকুর হলেন এক ব্যক্তি। জাপানের বাসিন্দা ‘টাকো’ নামের এক যুবকের বরাবরই ভালোলাগেনা মানব জীবন। তার ছোটবেলা থেকেই রয়েছে কুকুরের প্রতি ভালোবাসা। নিজেও চাইতেন সবসময় কুকুরের সান্নিধ্যে থাকতে।
সেই শখ পূরণ করার জন্যই করলেন এমন এক অবাক কান্ড। নিজের রূপ বদলে হয়ে গেলেন মানুষ থেকে ‘কুকুর’। তবে তিনি একে জন্য কোনোরকম অস্ত্রপ্রচারের সাহায্য নেননি। তিনি এক পোশাক সংস্থার সাথে যোগাযোগ করে হুবহু কুকুরের মতো দেখতে এক ধরণের কস্টিউম বানিয়ে নেন। যার জন্য তিনি খরচ করেন গা লক্ষ ৬৩ হাজার টাকা। ‘টাকো’ পোশাক প্রস্তুত করি সংসতাহকে শর্ত দেন যে তার কস্টিউমটি ভালো করে দেখলেও যাতে কোনোভাবেই কেউ কিছু বুঝতে না পারে।