TET: বড় ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার, খারিজ হলো আবেদন

সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হ্প্য়েছে রাজ্য রাজীনীতি। সিবিআই ও ইডির পদক্ষেপে নাভিশ্বাস উঠেছে রাজ্যের আমলা থেকে মন্ত্রীদের। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে চারি হারিয়েছেন ২৬৯ জন। একের পর এক খবরে ক্রমশ চাপে শাসক দলের বিভিন্ন নেতা থেকে আমলা বর্গ।

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত রাজ্য শিক্ষা দফতর। আর সেই দুর্নীতির অভিযোগে দায়ের করা এক জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের করা আবেদন খারিজ করে দিলো আদালত।

সেই সাথে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৬ অগাস্ট মামলার শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে।

জানাগেছে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে এতো বছর পর জনস্বার্থ মামলা করা তা গ্রহণ যোগ্য নয়, আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy