Starlink গাঁটছড়া বাঁধলো Airtel-এর সঙ্গে, তবে কি ভারতের ইন্টারনেট বাজারে বড় পরিবর্তন আসবে?

ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা আরও উন্নত করতে এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক গাঁটছড়া বাঁধল এয়ারটেলের সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, স্টারলিঙ্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ফাইভ-জি-এর তুলনায় অন্তত ১৫ গুণ বেশি গতিসম্পন্ন হতে পারে। এই চুক্তির ফলে ভারতের ইন্টারনেট বাজারে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বিনা পয়সায় ফোর-জি পরিষেবা দিয়ে ভারতের ইন্টারনেট বিপ্লব এনেছিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। বর্তমানে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবায় ভারতের বাজারে বেশিরভাগ শেয়ারই জিও-র দখলে। কিন্তু এয়ারটেলের সঙ্গে স্টারলিঙ্কের এই চুক্তি জিও-র আধিপত্যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই খবর প্রকাশ্যে আসতেই ভারতী এয়ারটেলের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।১১ মার্চ বাজার বন্ধের সময় ভারতী এয়ারটেলের শেয়ারের দাম ছিল ১,৬৬৪ টাকা।এই চুক্তির ঘোষণার পর ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম।বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এয়ারটেলের শেয়ারে আরও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।

ভারতের বহু সংস্থাই ২০২৪-এর তৃতীয় ত্রৈমাসিকে তেমন লাভের মুখ দেখেনি। কিন্তু এয়ারটেল ব্যতিক্রম।দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে তাদের লাভ বেড়েছে প্রায় ৪ গুণ।রেভেনিউ খুব বেশি না বাড়লেও লাভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে।স্টারলিঙ্কের সঙ্গে এই চুক্তির ফলে এয়ারটেলের ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে সবসময় যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করা প্রয়োজন। এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যভিত্তিক এবং বিনিয়োগের কোনও পরামর্শ প্রদান করে না। বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে, তাই বিনিয়োগের আগে সমস্ত নথি ও শর্তাবলী ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত কী? এয়ারটেলের সঙ্গে স্টারলিঙ্কের চুক্তি ভারতের ইন্টারনেট বিপ্লবে নতুন দিক খুলে দিতে পারে বলে মনে করেন? কমেন্টে জানান!

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy