SSKM: বেড না পেয়ে রোগীর মৃত্যু,ফের অভিযোগ উঠলো এসএসকেএমে

হাওড়ার জগৎবল্লভপুরের এক প্রৌঢ়া আকলিমা বিবি (৬৫) শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন হাওড়ার একটি হাসপাতালে। শুক্রবার সন্ধ্যা থেকে সমস্যা আরও বাড়তে থাকায় তাঁকে সাড়ে আটটা নাগাদ পিজিতে রেফার করা হয়। কিন্তু, পিজির জরুরি বিভাগে বেড না থাকায় তাঁকে কার্ডিয়োলজি বিভাগে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু, সেখানেও বেড মেলেনি।

রাত সাড়ে বারোটা নাগাদ ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু, সেখানেও বেড না থাকায় তাঁকে ফের পিজিতে আনা হয়। এদিন সকালে জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যরা। সেখান থেকে আউটডোরে দেখানোর কথা পরামর্শ দেওয়া হয়। কিন্তু, বেলা দেড়টা নাগাদ আউটডোরের চিকিৎসক দেখার পরে বলেন, ভর্তির প্রয়োজন নেই। এরপর আউটডোর থেকে বাইরে বেরোনোর কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে পড়েন ওই প্রৌঢ়া। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। সেখানেই মারা যান তিনি।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র শিশুদের জন্য সংরক্ষিত বেডে জায়গা পেয়েছেন। অথচ, জেলা থেকে আসা রোগীরা বেড না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন।” মৃতার ভাই আলম শেখ বলেন, “যে টাকা দিতে পারবে তাঁর রোগীই ভর্তি হতে পারবে। পুরোটাই দালালচক্রের হাতে। ঠিক সময়ে বেড পেলে এভাবে দিদিকে মারতে হতো না।”

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy