
আজ ফের SSKM এ চিকিৎসার জন্য এলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। জানাগেছে তিনি অসুস্থ অবস্থাতেই বুধবার কলকাতা পৌঁছন। সিবিআইয়ের তলব পেয়ে তিনি বৃহস্পতিবার যান সিবিআইয়ের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।
সেখানে তাকে ভোট পরবর্তী হিংসা ও গরু পাচার কান্ড সহ একাধিক মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তিনি এসএসকেমে আসেন শারীরিক পরীক্ষা করানোর জন্য।
প্রসঙ্গত, বীরভূমের এই দাপুটে নেতা একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। তবে এই দাপুটে নেতা ইদানিং সিবিআই দফতরে আসা যাওয়ার সময় সেভাবে কিছু বলছেন না। তাকে দেখে শারীরিক ভাবে অসুস্থই মনে হয় সকলের।