SRK: ২০২৩ সালেই আসছে শাহরুখের ৩ সিনেমা, টিজার প্রকাশ ‘জাওয়ানে’র

দীর্ঘ চার বছর পর বলিউড বাদশাহ ফিরছেন। শুধু ফিরছেন বললে ভুল হবে, আগামী বছর হতে যাচ্ছে কিং খানময়। বছরের শুরু জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’, আর বছর শেষে ডিসেম্বরে মুক্তি পাবে তাঁর ‘ডানকি’।

৩ জুন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে, ২০২৩ সালের মাঝামাঝিটাও দখলে নিলেন তিনি। ঘোষণা দিয়েছেন অ্যাকশনধর্মী ‘জাওয়ান’ সিনেমার।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে শাহরুখের এই সিনেমার গুঞ্জন ছিল দীর্ঘদিনের। যেটির নাম এতদিন ‘লায়ন’ শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণায় শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান এক মিনিট ৩০ সেকেন্ডের টিজার প্রকাশ করে জানিয়েছে সিনেমাটির নাম ‘জাওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন।

সিনেমাটি প্রসঙ্গে শাহরুখ খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জাওয়ান’ একটি সর্বজনীন গল্প; যা ভাষা, ভৌগলিকতার বাইরে এবং সবার উপভোগ করার জন্য। এই সিনেমাটি তৈরির কৃতিত্ব অ্যাটলির। আমার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, কারণ আমি অ্যাকশন ফিল্ম পছন্দ করি। এই টিজারটি হলো আইসবার্গের ঠিক চূড়া এবং কী হতে চলেছে একটি আভাস দিচ্ছে।

শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

ভারতীয় শীর্ষ গণমাধ্যমের খবর, দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy